রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ৬:৪০ : পূর্বাহ্ণ
প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে আরেকটু এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি।
দাপুটে খেলে ম্যানসিটি জিতেছে ৪-১ গোলে।
সিটির জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহারেজ।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে নিজেদের স্থান ধরে রাখলো ম্যান সিটি।
ঘরের মাঠে রেড ডেভিলসদের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। এ সময় বামদিকে জটলার মধ্য থেকে কাটব্যাকে কেভিন ডি ব্রুইনকে বল বাড়িয়ে দেন বার্নার্ডো সিলভা। বল পেয়ে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করে গোল আদায় করে নেন বেলজিয়ান তারকা ব্রুইন।
তবে ২২ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান জাদোন সানচো। সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ।
২৮ মিনিটে ডি ব্রুইন তার জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন পেপ গার্দিওলার দলকে।
বিরতির পরও দাপট ছিল সিটির।
৬৮ মিনিটে ম্যানইউকে কোণঠাসা করে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ।
কর্নার থেকে ডি ব্রুইন বক্সের বাইরে থাকা মাহরেজকে লক্ষ্য করে ক্রসে বল বাড়িয়ে দেন। তিনি বাইরে থেকে দৌড়ে এসে বক্সের লাইনের কাছে বল পড়তে না পড়তেই দূরের পোস্টে শট নেন। ডি গিয়া ডানদিকে ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি বল।
৯০ মিনিটে ম্যানইউর পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মাহরেজ। এ সময় ডানদিক থেকে তাকে বল বাড়িয়ে দেন ইলকে গুনদোগান। বল পেয়ে বক্সের মধ্য থেকে শট নেন মাহরেজ। তার নেওয়া শট ডি গিয়ার মুখে লেগে উপরের অংশ দিয়ে জালে জড়ায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষা-নিরীক্ষা করে গোল নিশ্চিত করেন।
তাতে ৪-১ গোলের বড় জয় নিয়ে ম্যানচেস্টার ডার্বি জিতে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
আরও পড়ুন: এলচের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলো বার্সেলোনা