শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

এলচের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলো বার্সেলোনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২২ ৬:১৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

লা লিগায় আগের তিন ম্যাচেই বড় জয় পেয়েছিল বার্সেলোনা। এলচের বিপক্ষেও তাই বড় জয়ের প্রত্যাশা ছিল বার্সা সমর্থকদের।

কিন্তু গোল মিসের মহড়ায় কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।

পেনাল্টির কল্যাণে এলচের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জাভি হের্নান্দেসের দল।

প্রথমার্ধেই স্বাগতিক এলচের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা।

৪৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এলচে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ আরও শানায় বার্সা। কিন্তু চূড়ান্ত সাফল্য মেলেনি।

অবশেষে ৬০তম মিনিটে নিজের প্রথম গোল করে দলকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধে গাভির বদলি হিসেবে নামা ফেরান তোরেস।

তবে এদিন হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো তার। নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এদগার বাদিয়া।

৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন আরেক বদলি মেমফিস ডিপাই।

লা লিগায় এই নিয়ে টানা তৃতীয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে কাতালান ক্লাবটি।

জমজমাট লড়াইয়ে জিতে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে তারা।

২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল বেতিস।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

আরও পড়ুন: ডার্বিতে ম্যানচেস্টার সিটির বাজিমাত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর