রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ৮:৩৩ : অপরাহ্ণ
ইউক্রেনে স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে মাত্র ৯ ঘণ্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
আজ রোববার এই সিদ্ধান্ত জানানোর পরেও ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি জানান, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাদের সমস্ত শর্ত পূরণ হবে।
ভ্লাদিমির পুতিন জানান, ক্রেমলিনের দাবি পূরণ হোক, তবে কিয়েভ আক্রমণ বন্ধের ব্যাপারে ভাবনাচিন্তা হবে।
রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে টেলিফোনে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের তরফে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিন এও বলেছেন, পরিকল্পনা অনুযায়ীই ইউক্রেনে ‘বিশেষ অপারেশন’ চালাচ্ছে রাশিয়া।
অন্যদিকে, রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন করায় হাজারের বেশি প্রতিবাদী মানুষকে আটক করা হয়েছে।
এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন যুদ্ধবিরোধী পোস্ট এবং ভিডিও পোস্ট করতেন বলে জানিয়েছে রাশিয়ার একটি সংবাদ সংস্থা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবার সাধারণ রুশ নাগরিককে যুদ্ধবিরোধী আওয়াজ তোলার আবেদন করেছেন।
তিনি জানান, যুদ্ধের ফলে শুরু হবে দারিদ্র এবং সঙ্কট। তাতে দুই দেশই প্রভাবিত হবে।
তার কথায়, ‘রাশিয়ার নাগরিকবৃন্দ! এই আন্দোলন কেবল ইউক্রেনে শান্তির জন্য নয়। এটা আপনাদের দেশের জন্যও লড়াই। এখনও যদি আপনারা নীরব থাকেন, শুধু দারিদ্রই পরে কথা বলবে। নেমে আসবে নিপীড়ন।’
আরও পড়ুন:
নো-ফ্লাই জোন হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পুতিনের হুঁশিয়ারি
আগুনে ঘি ঢালবেন না, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী