শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আগুনে ঘি ঢালবেন না, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২২ ১:৫৩ : অপরাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ‘আগুনে ঘি’ না ঢালার বিষয়ে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনটি করতে গেলে চীন এর বিরোধিতা করবে।

প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেন।

সেসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব দেখবে কারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন: 

নো-ফ্লাই জোন হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট দ্রুত নিরসনে ‘সমঝোতা’র আহ্বান জানিয়ে বলেন, ইউরোপের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার প্রয়োজন।

তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ন্যাটোর সম্প্রসারণের নেতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দিতে হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই আগ্রাসনের কারণে মস্কোকে যেন চরম মূল্য দিতে হয়, তা নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে চীন বলেছে, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। রাশিয়ার ওপর অবরোধের কারণে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন:

যুদ্ধবিরতির পরও মারিউপোলে রুশ বাহিনীর গোলাবর্ষণ

মস্কোয় পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর