মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

‘তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে না’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২২ ৬:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।’

আজ শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আনার চেষ্টা করছে সরকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরে কোভিডের সময় উন্নত বিশ্বের কৃষকেরা আবাদ করেননি, মাঠে নামেননি, শ্রমিক খনিতে নামেননি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।’

এ সময় চালের দাম নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘মোটা চালের দাম স্থিতিশীল আছে, সরু চালের দাম এখনো কিছুটা বেশি।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি আন্দোলনে ‘হাওয়া’ দিতে পারছে না। তাদের পায়ের নিচে মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা একদিনও হরতাল দিতে পারেনি। বাংলাদেশে আর কোনো দিন হরতাল হবে না।’

এবার ‘আন্দোলনের নামে’ গাড়িতে আগুন দিলে বিএনপিকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা (বিএনপি) মনে করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, বোমাবাজি করে, রেললাইন তুলে, গাড়িতে আগুন দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে আবারও ক্ষমতায় আসবে। আমি মনে করি, এ দেশের জনগণ কোনোভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না।’

বিএনপি সব সময়ই বাঁকা পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে দাবি করে কৃষিমন্ত্রী বলেন, ‘অন্যদিকে আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও ‘বাঁকা পথে’ জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসেনি।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের সমর্থনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। জনগণ তাদের নির্বাচিত করলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের স্বাগত জানাবো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর