রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ মার্চ, ২০২২ ৯:৪১ : পূর্বাহ্ণ
নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) ৯/১১ হামলার বিস্ময়কর এক নতুন ভিডিও ২০ বছরের বেশি সময় পর অনলাইনে আবির্ভূত হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর এক জঙ্গি হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদন অনুযায়ী, প্রায় নয় মিনিটের এই ভিডিও ক্লিপটি আগে কখনো দেখা যায়নি।
কেভিন ওয়েস্টলি নামে এক ব্যক্তি গত সপ্তাহে ইউটিউবে ভিডিওটি শেয়ার করেছেন। তারপর থেকে ৫ লাখ ২২ হাজার বারের বেশি দেখা হয়েছে এটি।
ভিডিওতে মার্কিন এয়ারলাইন্সের ফ্লাইট ১১ টুইন টাওয়ারে আঘাত হানার ১৭ মিনিট পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে দ্বিতীয় বিমানটির আঘাতের দৃশ্য দেখা গেছে।
ভিডিওটি একটি নৌকা থেকে ধারণ করা হয়েছে। বিমানের আঘাতে বিস্ফোরিত ভবনের ওপরতলা থেকে কাগজের টুকরো উড়তে দেখা গেছে ওই ভিডিওতে। চারপাশে মানুষের ভিড় আর শোরগোলও শোনা গেছে ভিডিওতে।
তবে ভিডিওটি এতো দেরিতে কেন প্রকাশ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন মন্তব্য করেছেন, ৯/১১ হামলার এমন ভিডিও সামনে আসতে কেন ২০ বছর লাগলো?
কেভিন ওয়েস্টলি ভিডিওর সঙ্গে দেয়া এক পোস্টে লিখেছেন, ঘটনার পরপরই আমি ভিডিওটি ইউটিউবে পোস্ট করি। কিন্তু দুর্ঘটনাবশত সেটির প্রাইভেসি প্রাইভেট (ব্যক্তিগত) হয়ে যায় যা এতদিন পর্যন্ত প্রাইভেটই ছিল। সম্প্রতি বিষয়টি চোখে পড়ার পর সেটিকে পাবলিক করে দিই। এরপরই সবাই ভিডিওটি দেখার সুযোগ পেলো।
https://www.youtube.com/watch?v=o6t31R4tI10