বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কিয়েভে টেলিভিশন সেন্টারে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ১১:৪১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারে বোমা হামলা চালিয়েছে রাশিয়া।

এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

দিনের আলোতেই সম্প্রচার টাওয়ারের পাশে এই বোমা হামলা চালানো হয়।

হামলার পর থেকে টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে।

হামলার পর টাওয়ারটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এ হামলার বেশ কয়েকটি ভিডিও এখন সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

হামলার ঘটনার পর ইউক্রনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টিভি চ্যানেলের সম্প্রচার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। দ্রুত বিকল্প উপায় বের করতে না পারলে এই সময় আরও দীর্ঘ হবে। যদিও এই হামলা রাশিয়ার ইচ্ছাকৃত নাকি ভুলে হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত না।

এর আগে কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে সকল মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয় যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর থেকে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এখন দেশটির দ্বিতীয় শহর খারকিভেও রুশ হামলা চলছে।

চারদিক থেকে ঘিরে রেখে রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রের দিকে এগিয়ে চলেছে রুশ বাহিনী।

ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন: রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর