শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনের খেরসন শহরের দখল নিলো রাশিয়া, নিহত ২০০


খেরসন শহরে ভেতরে রুশ ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ মার্চ, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ

গত সপ্তাহ থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা করছে রাশিয়ান সেনারা।

লাগাতার হামলা চালাচ্ছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর খারকিভের উপরও।

এই দুই শহর এখনও পর্যন্ত দখল করতে না পারলেও অভিযানের সপ্তম দিনে আজ বুধবার সকালেই জানা গেলো, ইউক্রেনের দক্ষিণে অবস্থিত খেরসনের দখল নিয়েছে রুশ সেনারা।

শহরটির নিয়ন্ত্রণ নিতে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রায় আড়াই লাখ মানুষের বসবাস ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরটিতে।

শহরটির মেয়র ইগর কলিখায়েব সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের উদ্ধারে সাহায্যের আবেদন করেছেন।

গতকাল মঙ্গলবার রুশ সেনাদের খেরসনের উত্তরাঞ্চলে অবস্থান নিতে দেখা যায়।

সেদিন খেরসনের মেয়র ফেসবুকে হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়ে জানান, আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে। শহরের স্থাপনাগুলো পুড়ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন।

এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

কেউ আমাদের মচকাতে পারবে না: জেলেনস্কি

কিয়েভে টেলিভিশন সেন্টারে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫

রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর