রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৮:০৯ : অপরাহ্ণ
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘কেউ আমাদের মচকাতে পারবে না। কারণ, আমরা ইউক্রেনীয়।’
আজ মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।
ভিডিও কনফারেন্সে ওই অধিবেশনে যোগ দেন জেলেনস্কি।
ইউক্রেন প্রেসিডেন্ট জানান, তার দেশে এখন যা ঘটছে তা ট্র্যাজেডি। ইউেক্রেনীয়রা তাদের দেশ, জীবন এবং মুক্তির জন্য যুদ্ধ করছে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের কেউ মচকাতে পারবে না। কারণ, আমরা ইউক্রেনীয়।’
ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, ‘ইউক্রেনীয় শিশুদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রাশিয়া। রুশ সেনাদের আগ্রাসনে শুধু গতকালই ১৬ শিশু মারা গেছে।’
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কেবল প্রমাণ করেন আপনারা আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করেন ইউক্রেনীয়দের আপনারা ছুড়ে ফেলে দেবেন না। প্রমাণ করুন তারা ‘প্রকৃত ইউরোপিয়ান’।’
এরই মধ্যে সেই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জেলেনস্কি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তিনি ভাষণ শুরু করলে ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়ান। দীর্ঘক্ষণ ধরে তারা হাততালি দেন।
এর দুই দিন আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি জেলেনস্কি আহ্বান জানান, ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন।
সূত্র: বিবিসি