শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন আলোচনা চলছে


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই বৈঠক শুরু হয়।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

এক ভিডিওতে ২টি ইউক্রেনীয় হেলিকপ্টারকে সীমান্তের কাছাকাছি বেলারুশের গোমেল অঞ্চলে যেতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ, ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল গ্রুপের প্রধান ডেভিড আরাখামিয়া এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই তোচিটস্কিসহ অন্যান্যরা আছেন।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।

ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার আগে মস্কো নিজেদের অবস্থান ঘোষণা করেনি। কারণ আলোচনা নীরবে চলা উচিত।

আরও পড়ুন:

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের

ইতোমধ্যে দেশটিতে যুদ্ধবিরতি এবং সেখান থেকে রুশ সৈন্য প্রত্যাহার চেয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়া চায়, ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয়। যদিও যুদ্ধ শুরুর পর বারবার পশ্চিমা বিশ্বের সামরিক জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

এর আগে গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি সব সময়ের মতো অকপটে বলবো-এই বৈঠক থেকে যে ফলাফল আসবে সত্যিই তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।’

তিনি বলেন, ‘ইউক্রেনের কোনো নাগরিকের যেন সন্দেহ না থাকে যে, যুদ্ধ থামাতে আমি প্রেসিডেন্ট হিসেবে ছোট কোনো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি।’

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বেলারুশের প্রেসিডেন্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর