রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৩১ : অপরাহ্ণ
টানা চতুর্থ দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা।
কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান, ৪৯টি কামান এবং ১টি ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’, চারটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, দুটি ড্রোন এবং দুটি জাহাজ ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে।
আজ রোববার ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবিসি ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
আরও পড়ুন:
কিয়েভে চলছে বন্দুকযুদ্ধ-গোলাগুলি, প্রাণ হারালো ৬ বছরের শিশু
পুতিনের আলোচনার প্রস্তাবে রাজি জেলেনস্কি, তবে…
রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের তিনটি শহর দখলে নিয়ে নিয়েছে। আর দুটি শহর অবরোধ করে রেখেছে।
তবে এখনো রাজধানী কিয়েভের পতন ঘটাতে পারেনি রুশ সেনারা।
রাশিয়ার সেনাদের ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন।
স্থানীয় গভর্নর ওলেহ সিনেগুভ এক টেলিগ্রাম বার্তায় এ ঘোষণা দেন বলে রয়টার্স জানায়।
ওই বার্তায় বলা হয়, খারকিভের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের। সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী এখন কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভেই অবস্থান করছেন এবং সেনাদের লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
ইউক্রেনে রুশ আগ্রাসন ‘গণহত্যার’ শামিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিল করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা বর্ষণ করতে যাচ্ছে। তারা আরও বেশি চতুরতার সঙ্গে আমাদের শিশুদের হত্যা করতে যাচ্ছে। আমাদের ভূমিতে একটি অশুভ শক্তি এসেছে, যাকে অবশ্যই ধ্বংস করা হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে মিত্ররা
সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার ব্যাংক, প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে
‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা