শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

বিনা শর্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০১ : অপরাহ্ণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Rajnitisangbad Facebook Page

চলমান সংকট নিরসনে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হলেও তারা কোনো পূর্বশর্ত মানতে রাজি নয়।

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর দ্য গার্ডিয়ান।

এর আগে রোববার ভলোদিমির জেলেনস্কি বেলারুশে শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

বিবিসির খবরে বলা হয়, লুকাশেঙ্কো এবং জেলেনস্কি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকে সম্মত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর তীরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম আলোচনায় বসছে দেশ দুটি।

জেলেনস্কির বিবৃতিতে আরো বলা হয়, পুরো বৈঠকের দায়িত্ব নিচ্ছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

তিনি ইউক্রেনের প্রতিনিধিদের আসা, সমঝোতায় পৌঁছানো, তাদের ফিরে যাওয়ার দায়িত্ব নেবেন।

এ ছাড়া বৈঠক চলাকালে বেলারুশের সীমানায় অবস্থিত সব বিমান, হেলিকপ্টার ও মিসাইল নিষ্ক্রিয় থাকবে।

আরও পড়ুন: রাশিয়ার ৪৩০০ সেনা নিহত, ২৭টি যুদ্ধবিমান এবং হাজারো যুদ্ধযান ধ্বংস

এর আগে রোববার ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশের শহর হোমেলে পৌঁছায়।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন।

পেসকভ বলেন, ‘রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি’।

গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন।

এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।

অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন ১১শ’র বেশি মানুষ।

ইউক্রেনের সরকারি কর্মকর্তা লিউডমিলা ডেনিসোভা এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন:

রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে মিত্ররা

সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার ব্যাংক, প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে

‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর