রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে চেষ্টা থাকবে: সিইসি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৫ : অপরাহ্ণ
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল
Rajnitisangbad Facebook Page

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়া বড় চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সার্বজনীন করতে সর্বাত্মক চেষ্টা করবে নতুন নির্বাচন কমিশন। সেজন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

নতুন সিইসি হিসাবে নিয়োগ পাবার পর শনিবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ শনিবার রাষ্ট্রপতি পাঁচ জনকে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেন।

দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল আউয়াল নেতৃতত্বাধীন এই কমিশনের পরিচালনায় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে সংবিধানে যা যা বলা হয়েছে সেটি মেনে চলার পাশাপাশি শপথের প্রতি আনুগত্য থেকে দায়িত্ব পালন করবো।’

আরও পড়ুন: কে এই কাজী হাবিবুল আউয়াল

নতুন সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন একা কিন্তু নির্বাচন করে না। অনেক স্টেকহোল্ডার এখানে কাজ করে। অনেক লেয়ার আছে। …নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যায় না।’

প্রশাসনকে কতটা নিরপেক্ষ করা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ জানিয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘ভোটাধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এই পবিত্র আমানতের যাতে খেয়ানত না হয়।’

নতুন সিইসি বলেন, ‘বিএনপি জানিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহন করবেন না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মতো একটি বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। নির্বাচনকে যদি অর্থবহ করতে হয়, গ্রহনযোগ্য করতে হয়, সার্বজনীন করতে হয়, তাহলে সবার অংশগ্রহন থাকতে হবে। তবে সব দল যে আসবে তেমন নয়, তবে বড় দলগুলোর আসা দরকার। সবাইকে আস্থায় নেয়ার চেষ্টা থাকবে নতুন কমিশনের।’

একটি সুষ্ঠু নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একা কাজ নয় উল্লেখ করে কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘সংশ্লিষ্ট সবপক্ষে সম্মিলিত ও এক হয়ে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন করা যায় না।’

সবাই মিলে চেষ্টা করলে এবং সবার সহযোগিতা পেলে নতুন কমিশন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলেও মনে করেন নতুন সিইসি।

আরও পড়ুন: নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর