প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪৮ : অপরাহ্ণ
রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে বাঘা মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত পাঁচ পুলিশ সদস্য হলেন-বাঘা থানার এএসআই আব্দুর রহিম, এএসআই মন্টু মিয়া, কনস্টেবল আব্দুল আহাদ, হারুনুর রশিদ ও প্রদীপ।
তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আটককৃতরা হলেন-আড়পাড়া গ্রামের রাজিব (৩০), হাবাসপুর গ্রামের শফিকুল (২৫), খায়ের হাট গ্রামের হাফিজুল (৪১), ঢাকা চন্দ্রগাথি গ্রামের সেকেন্দার আলী (৫৫), জোতরাঘর গ্রামের খোশবুর রহমান (২৫), জোতনশী গ্রামের আব্দুল মান্নাফ (৩০) ও চন্ডিপুর গ্রামের নাসির উদ্দিন (৪৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে বাঘা মাজার গেট এলাকায় জামায়াত-শিবিরের অন্তত ৫০-৬০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিলে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।
এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে জামায়াত-শিবিরের ৭ জনকে আটক করে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বাঘা মাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনার পর বাঘা উপজেলা আওয়ামী লীগ একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলা মুজিব চত্বরে এসে শেষ হয়।