নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০২২ ২:১৯ : অপরাহ্ণ
আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৬ ফ্রেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম সফল করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিধিনিষেধ উঠে গেলেও সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে ও মাস্ক ব্যবহার করে সে বিষয়ে সভায় জোর দেওয়া হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
মন্তব্য করুন