সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না: দোরাইস্বামী



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৯ : অপরাহ্ণ

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নির্বাচন বাংলাদেশের জনগণ ও সরকারের বিষয়। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। আপনাদের (বাংলাদেশ) নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছি। সেই নির্বাচনের ফলাফলের দিকেও আমরা তাকিয়ে আছি। আমরা পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার আশায় আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করার মতো আমাদের আসলে কিছুই নেই।’

এ সময় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর