সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সরকার-আমলাতন্ত্র এক, ইসি একা পারবে না: আকবর আলি খান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকার এবং আমলাতন্ত্র এক হয়ে গেছে; সেখানে নির্বাচন কমিশন (ইসি) একা কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আকবর আলি খান বলেন, ‘প্রত্যেকটা নির্বাচনে আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারকে ক্ষমতা দেওয়া থাকে। তারা যে সিদ্ধান্ত দেবেন, কমিশনের তার বাইরে যাওয়ার সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন (জাতীয় নির্বাচনে) জেলা প্রশাসকেরা। আর প্রিসাইডিং কর্মকর্তা হন সরকারি ও এমপিওভুক্ত বেশির ভাগ শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তা। তারা জানেন পদে থাকতে হলে সরকারের কথা শুনতে হবে। এই অবস্থা নিয়ন্ত্রণ করতে হলে আমলাতন্ত্রের ওপর সরকারের ক্ষমতা কমাতে হবে। ইসি একা কিছু করতে পারবে না।’

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ওপর আস্থা নেই বলে জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য যাদের বাছাই করা হবে, তারা কোনো না কোনো রাজনৈতিক দল করেন। আবার যদি দল নাও করেন, তারপরও তাদের ওপর মানুষ আস্থা রাখবে না। কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই।’

আকবর আলি খান বলেন, ‘আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে।’

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সরকার ফলাফল বেহাত করতে তিনটি কাজ করছে। সরকার অনুগত লোকদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করেছে। এর মাধ্যমে একটি অনুগত ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন করা হবে এবং পেপার অডিট ট্রেইল ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে আসল কারচুপি হবে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন নির্বাচন হলে সেখানে ড. কামাল হোসেন বা আকবর আলি খানকে নির্বাচন কমিশনার করা হলেও ভোট সুষ্ঠু হবে না।’

আসিফ নজরুল বলেন, ‘অতীতে বিএনপি সরকার খারাপ ছিল। তবে বর্তমান সরকারের মতো এতো জঘন্য ছিল না।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ও বেলার প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর