শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চান কাদের মির্জা



প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৫ : অপরাহ্ণ

দেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি বলেন, ‘এ সরকারের সব অর্জন আছে। কিন্তু নির্বাচন ব্যবস্থার কোন উন্নতি এখন পর্যন্ত হয়নি। এটার পরিবর্তন করতে হবে।’

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ.জেড.এম মহিউদ্দিন সোহাগের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।

কাদের মির্জা বলেন, ‘কিছু সংখ্যক অপরাজনীতির হোতাদের কারণে আজকে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। যত অনিয়ম যেখানেই হোক, সেখানে প্রতিরোধ গড়ে তুলবো। এ কথাটা আমি স্পষ্ট ভাষায় বলবো।’

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘আমি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জের মানুষকে ভোটের লাইনে এনেছি। পৌরসভায় নিরপেক্ষ নির্বাচন হয়েছে।’

এ সময় তিনি কোম্পানীগঞ্জে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ষড়যন্ত্রের নির্বাচন বলে মন্তব্য করেন।

কাদের মির্জা বলেন, ‘সাদাকে সাদা বলুন কালোকে বলুন। সত্য কথা বলেতো অনেকের রোষানলে পড়েছি।’

চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় মাঠে আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে ও কাদের মির্জা ঘোষিত চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.হুমায়ুন কবির শাহাজাদার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, হাজারীহাট বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মদ চৌধুরী বাবুল প্রমুখ।

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচনে ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখাবেন কাদের মির্জা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর