শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে ৯৪ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী রিও ডি জেনেইরো’র উত্তরের পাহাড়ি এই পর্যটন শহরে মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়।

এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়।

বর্ষণে সৃষ্ট বন্যার পানির প্রবল বেগে শহরটির আশপাশ এলাকার বাড়িঘর ধসে গেছে এবং রাস্তায় থাকা অনেক গাড়ি পানিতে ভেসে গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া এলাকার একটিতে পানির প্রবল বেগে অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলের সিভিল ডিফেন্স এক টুইটে বলেছে, এখন পর্যন্ত ২৪ ব্যক্তিকে জীবিত উদ্ধার এবং ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং রাস্তায় থাকা যানবাহন ভেসে যেতে দেখা যায়।

কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।

শহরটির মেয়র সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

ওয়েন্ডেল পিও লরেনকো নামে ২৪ বছর বয়সী শহরটির এক বাসিন্দা স্থানীয় চার্চে আশ্রয় নিতে যাওয়ার সময় বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি একটা মেয়েকে পেয়েছি যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল। সবাই বলছে, এটা অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে।

গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি।

জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য।

একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ।

২০১১ সালে সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল পেট্রোপলিস ও এর আশপাশের শহরে। ওই সময় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছিল।

সূত্র: এএফপি ও বিবিসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর