শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে করোনার নতুন শক্তিশালী ধরন শনাক্ত



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪৯ : পূর্বাহ্ণ

করোনার নতুন শক্তিশালী ধরন শনাক্ত হয়েছে চট্টগ্রামে। বৈজ্ঞানিক ভাষায় যার নাম ‘বিএ পয়েন্ট ওয়ান’।

চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০টি নমুনার জীবনরহস্য উন্মোচন করতে ভিন্ন এ ধরনের অস্তিত্ব পেয়েছেন একদল গবেষক।

যা দ্রুত ছড়াতে সক্ষম এবং তুলনামূলক শক্তিশালী বলছেন গবেষকরা।

চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে টানা ১০ দিন ধরে কোভিড পজেটিভ ১০টি নমুনার জীবনরহস্য উন্মোচন করে একদল গবেষক।

প্রত্যেকের নমুনায় মিলেছে ওমিক্রনের অস্তিত্ব। এর মধ্যে দুটিতে ধরা পড়েছে নতুন ভ্যারিয়েন্ট, বৈজ্ঞানিক ভাষায় যার নাম ‘বিএ পয়েন্ট ওয়ান’।

এটি ওমিক্রনের ভিন্ন একটি ধরন, যার সংক্রমণ হার অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন গবেষক দলের সদস্য ডা. তানভীর আহমেদ নিজামী।

বি এ পয়েন্ট ওয়ানের জীবনরহস্য উন্মোচনে মিলেছে এর সংক্রমণ শক্তির তথ্যও।

এতে অল্পতেই আক্রান্তদের ধরাশায়ী হওয়ার ঝুঁকির কথা জানান গবেষক দলের প্রধান ডা. ইফতেখার আহমেদ রানা।

চট্টগ্রামের হাসপাতালগুলোর তথ্য বলছে, গেলো একমাস ধরে বেড়েছে আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা। যাদের বেশিরভাগই করোনা পরবর্তী জটিল রোগে আক্রান্ত।

বিশেষজ্ঞদের অভিমত, করোনার জটিলতার ঝুিঁকি এড়ানো সম্ভব শুধু টিকা নিলেই।

আরও পড়ুন:

মোবাইলে কথা বলতে বলতে স্কুলছাত্রীকে পরপর ৪ ডোজ টিকা

রেকর্ড ৭৮ বার করোনা পজিটিভ হলেন মুজাফফর!

যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

ইচ্ছে মতো প্যারাসিটামল কিনছেন আর খাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর