নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১:০১ : অপরাহ্ণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার ছিল না বলে জানান তিনি।
আজ সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তারপরেও সফলভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। শতভাগ সফলতা অর্জন করতে পারেনি। নির্বাচনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণ করতে না পারা বড় ব্যর্থতা।’
নূরুল হুদা বলেন, ‘গত পাচঁ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোট-খাট কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে।’
আরও পড়ুন: ওগুলো ইনোসেন্ট কনভারসেশন, ফোনালাপ ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী
সিইসি বলেন, ‘গত ৫ বছর নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। ইভিএমএ ভোটগ্রহণ কমিশনের বড় সাফল্য। আইনের মাধ্যমে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা ছিল আমাদের।’
আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছে হুদা কমিশন।
এ লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক আমলা কে এম নূরুল হুদাকে সিইসি করে নির্বাচন কমিশন অনুমোদন করেন।
কমিশনে মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
পাঁচ বছর দায়িত্বে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন।
আরও পড়ুন:
ছেলে-নাতনির সঙ্গে আলিম পাশ করলেন ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম
পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা
খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সাময়িক নিষেধাজ্ঞা