শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ওগুলো ইনোসেন্ট কনভারসেশন, ফোনালাপ ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২৪ : অপরাহ্ণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার কথোপকথনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার করছে, তারা একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করছে। কারণ তাদের হাতে আর কিছু নেই।’

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সীমান্তে আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

আনিসুল হক বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে কথা বলছি। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন। তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছেন এবং সেখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট, যেটা হচ্ছে তার ব্রেইন চাইল্ড- ইনফো প্রজেক্ট, সেটা নিয়ে আলাপ হয়েছে। আমি সেগুলোর জবাব দিচ্ছি…।’

আইনমন্ত্রী বলেন, ‘যারা দেউলিয়া তারাই এগুলো প্রচার করছে। অবশ্যই এটির তদন্ত হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।।’

আরও পড়ুন:

খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সাময়িক নিষেধাজ্ঞা

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর