শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

আলিমে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩১ : অপরাহ্ণ

২০২১ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় ৯৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জানা গেছে, এ বছর মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন।

এর মধ্যে ১ লাখ ১ হাজার পরীক্ষার্থী পাস করেছে।

এতে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

গত বছর আলিমে ৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

সে হিসেবে এ বছর ৮২৪ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুন:

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

এর আগে আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এতে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর