শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নামের তালিকা দিলো আওয়ামী লীগ



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ ফেব্রুয়ারি, ২০২২ ২:১২ : অপরাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার হিসেবে নিয়োগ দিতে সার্চ কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

তবে তালিকায় থাকা নামের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে দলটির পক্ষ থেকে নাম জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এ বিষয়ে ড. সেলিম মাহমুদ বলেন, আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি।

এর আগে জাতীয় পার্টিসহ নাম প্রস্তাব করেছে আরও ২৫টি রাজনৈতিক দল।

তবে চিঠি পেলেও তালিকা না দেয়ার কথা জানিয়েছে বিএনপিসহ ৭টি দল।

এ ছাড়া সার্চ কমিটির আহবানে বিভিন্ন ব্যক্তি অনলাইনে জমা দিয়েছেন দুই শতাধিক নাম।

ব্যক্তি ও দলগুলোর কাছ থেকে পাওয়া এই তালিকা নিয়ে আগামীকাল শনিবার ও রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

এজন্য ৬০ বিশিষ্টজনকে চিঠি দিয়েছে তারা।

এসব তালিকা ও পরামর্শ শুনে আইন অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম পাঠাতে হবে সার্চ কমিটিকে।

সেখান থেকে ৫ জনকে চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।

এদিকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে নাটক বলছে বিএনপি। বিষয়টি রাজপথে ফয়সালা করারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

আরও পড়ুন:

১০ বছরেও হয়নি সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত

‘আমাকে বিয়ে করবেন ম্যাম?’ অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর