শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে আওয়ামী প্যানেলের জয়


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১১ ফেব্রুয়ারি, ২০২২ ২:২৩ : অপরাহ্ণ
সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

অন্যদিকে সহসভাপতিসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

গতকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিবাগত রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম ২ হাজার ৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়া উদ্দিন। এবারসহ তিনি টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এবার তিনি পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সরওয়ার ১ হাজার ৬২৬ ভোট।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্যানেল ছিল দুটি। এ ছাড়া একজন লড়েন স্বতন্ত্র হিসেবে।

সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন হায়দার, অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের সালাউদ্দিন মনসুর চৌধুরী রিমু, লাইব্রেরি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. জাহিদুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের মেজবাহ উদ্দিন জিতেছেন।

বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিক উল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের আরশাদুর রহমান রিটু, সাংস্কৃতি সম্পাদক পদে ঐক্য পরিষদের লায়লা নূর জয়ী হন।

সাধারণ সদস্য পদে তৌহিদুল বারী চৌধুরী, এএনএম রোকনুজ্জামান মুন্না, মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা, আইনুল কামাল, শ্যামল চৌধুরী ও সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর