মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু অনেক বাড়লো


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২২ ৪:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৪১ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৮ হাজার ১৬ জনের।

আরও পড়ুন:

ইচ্ছে মতো প্যারাসিটামল কিনছেন আর খাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?

যে গ্রামে মানুষের বয়স ৫০ হলেই হয়ে যান অন্ধ

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী।

এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৩, সিলেটে ২ ও রংপুরে ৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন।

এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ কতটা বিপজ্জনক

যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর