রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

ইচ্ছে মতো প্যারাসিটামল কিনছেন আর খাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ

জ্বর, মাথাব্যাথা-এই জাতীয় সাধারণ স্বাস্থ্য সমস্যায় মানুষ ফার্মেসি থেকে প্যারাসিটামল কিনছেন আর খাচ্ছেন। যেটা কিনতে প্রেসক্রিপশনেরও দরকার পড়ে না।

করোনাকালে প্যারাসিটামল ব্যবহারের পরিমাণ বেড়েছে কয়েকগুন।

কিন্তু এই ওষুধটা খাওয়া কি নিরাপদ?

প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সাবধান করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, প্যারাসিটামল বেশি খেলে আসতে পারে মহাবিপদ।

যাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের প্যারাসিটামল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন

তালাক ছাড়া বিয়ের মামলা: ক্রিকেটার নাসির ও তামিমার বিচার শুরু

উচ্চ রক্তচাপ রয়েছে এমন ১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা করেছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়।

দু’সপ্তাহ ধরে প্রত্যেক দিন তাদের চারটি করে প্যারাসিটামল খাওয়ানো হয়।

এতে দেখা যায়, ওই সমস্ত রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্যারাসিটামল। যা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।

তাই চিকিৎসকদেরও প্যারাসিটামল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, জ্বর বা মাথা যন্ত্রণা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খাওয়া যায়। কিন্তু তেমন কোনো কারণ ছাড়া খাওয়া উচিত নয়।

আরও পড়ুন:

অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!

সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর