সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

তালাক ছাড়া বিয়ের মামলা: ক্রিকেটার নাসির ও তামিমার বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২২ ১:২৪ : অপরাহ্ণ
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি
Rajnitisangbad Facebook Page

তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের ফলে তাদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এই আদেশ দেন।

একই আদেশে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সকালে নাসির হোসেনসহ তিন আসামি আদালতে হাজির হন। তিন আসামির পক্ষে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

আসামিপক্ষের আবেদনে বলা হয়েছে, নাসির ও তামিমার বিয়ে আইন অনুসরণ করে ইসলামি শরিয়ত মতে হয়েছে। তাদেরকে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে যা চলতে পারে না। বাদী পক্ষে বলা হয়, বাদীর সঙ্গে তামিমার বিয়ে বলবৎ থাকা অবস্থায় নাসির হোসেন তামিমাকে বিয়ে করেছেন যা সম্পূর্ণ বেআইনি।

আদালত নাসির ও তামিমা অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন এবং সুমি আক্তারের আবেদন মঞ্জুর করেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১০ মার্চ।

আরও পড়ুন: ‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন

এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: বাঁচানো গেল না সেই ১০০ ফুট গভীর কুয়ায় আটকে পড়া শিশু রায়ানকে

অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে বলে মামলায় বলা হয়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

আরও পড়ুন: সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর