নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৫ : অপরাহ্ণ
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানেক বৈধতা দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ বুধবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
এ আদেশের ফলে আপাতত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা হয় গেলো।
আদালত জানিয়েছেন, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউই দায়িত্ব পালন করবেন না।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
জায়েদ খানের পক্ষে ছিলেন, আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
এ বিষয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ‘আল্লাহু আকবার’ বলা ভাইরাল সেই ছাত্রী যা বললেন
গত সোমবার দুপুরে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছিলেন।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগে পুনরায় ভোট গণনা করা হয়।
তখনও ভোট গুনে নির্বাচিত ঘোষণা করা হয় জায়েদকেই।
কিন্তু জায়েদের বিরুদ্ধে ভোট কেনাসহ আরও অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
গত ৫ ফেব্রুয়ারি নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন ও নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।
নির্বাচনে প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
আরও পড়ুন:
সুন্দরবনে বাঘের সঙ্গে ২০ মিনিট লড়াই, বেঁচে ফিরলেন হায়াত আলী
বাঁচানো গেল না সেই ১০০ ফুট গভীর কুয়ায় আটকে পড়া শিশু রায়ানকে