রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এ হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি রয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ওই বিবৃতিতে বাইডেন অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের দক্ষতা ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে।
স্থানীয় সূত্র জানায়, এ সময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন।
তাদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গোলাগুলি হয়।
হামলায় আইএস প্রধান ছাড়াও ৬ শিশু ও ৪ নারীসহ ১৩ জন নিহত হয়।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে কুরাইশি নিহত হয়েছেন। অপারেশনের শুরুতে জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কুরাইশি এবং নারী ও শিশুসহ তাঁর পরিবারের সদস্যরা নিহত হন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এর আগে বৃহস্পতিবারের অভিযানকে একটি সফল সন্ত্রাসবিরোধী মিশন হিসেবে বর্ণনা করে বলেন, ‘এতে কোনো মার্কিন হতাহত হননি।’
এর আগে ২০১৯ সালের অক্টোবরে মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন তৎকালীন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি।