সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বান্দরবানে গোলাগুলিতে এক সেনাসদস্য ও ৩ সন্ত্রাসী নিহত


নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৫ : পূর্বাহ্ণ
নিহত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। ছবি: আইএসপিআর
Rajnitisangbad Facebook Page

বান্দরবানের রুমায় গোলাগুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিন সদস্য নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে বান্দরবানের রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নাম হাবিবুর রহমান।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য। আহত সদস্যের নাম ফিরোজ।

তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নেয়া হয় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে।

আইএসপিআর থেকে আজ বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিন সন্ত্রাসী জেএসএসের সদস্য। তাদের নাম জানা যায়নি।

জানা গেছে, বুধবার রাতে জোন (২৮ বীর) এর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহলদলকে লক্ষ্য করে জেএসএস সদস্যরা গুলি চালায়।

এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।

পাল্টাপাল্টি গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও জেএসএস দলের তিনজন সদস্য মারা যান।

সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় তৈরি বন্দুক, সেনাবাহিনীর আদলে তিনটি পোশাক, ২৮০টি গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা করেছে।

ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর