শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেলেন ইউআইটিএসের ৩০ শিক্ষার্থী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০২২ ৯:৩১ : অপরাহ্ণ

রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি পেয়েছেন তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ৩০ মেধাবী শিক্ষার্থী।

আজ সোমবার দুপুরে ইউআইটিএসের দশটি বিভাগের এসব শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এসময় ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. সাইফুল ইসলাম খান বলেন, রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিলের অধীনে প্রতি সেমিস্টারে ইউআইটিএসের প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য অতি শিগগির সুফি মিজান ফাউন্ডেশন থেকেও বৃত্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, তাহমিনা রহমান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী।

‘রত্নগর্ভা’ এই নারী ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য। তার নামেই এই বৃত্তি তহবিল গঠিত।

ইউআইটিএস রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও আইকিউএসির পরিচালক ড. মো. মিজানুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর