শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সোমবার থেকে অর্ধেক জনবলে চলবে সরকারি-বেসরকারি অফিস



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২২ ৯:২৯ : অপরাহ্ণ

করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে আগামীকাল সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

আজ রোববার রাত সাড়ে ৮টা দিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে যারা অফিসে যাবেন না, এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে, এলাকা ত্যাগ করা যাবে না। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে বলা হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে।

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর