রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২২ ২:০১ : অপরাহ্ণ
ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ শনিবার সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকার নানা চকের কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় এই আগুন লাগে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন ও হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে।
তবে ধোঁয়ার কারণে সমস্যা বাড়ছে। শ্বাসকষ্টে মুখে পড়েছে আবাসনের বাসিন্দারা। এ ধোঁয়া কাটাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তেরোটি ইউনিট ছাড়াও ১২টি অতিরিক্ত পানির ট্যাংকির সাহায্য নেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আহতদের ভাটিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছে অন্তত ১৪ জন। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আগুন লেগে যাওয়ার পরপরই আবাসনের বাসিন্দাদের উদ্ধার করা হয় তৎপরতার সঙ্গে। তবু, অনেকেই আটকা পড়েন ভবনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি লেভেল থ্রি বা তৃতীয় স্তরের বিধ্বংসী আগুন। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের দাপট এতটাই বেশি ছিল যে, বাড়তে পারে হতাহতের সংখ্যা।