বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা খেলা

রান পাহাড় গড়েও খুলনার কাছে হারলো তারকাবহুল ঢাকা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২২ ১০:৩৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মিনিস্টার গ্রুপ ঢাকার ১৮৪ রানের টার্গেট পাত্তা পেল না খুলনা টাইগার্সের কাছে।

১ ওভার হাতে রেখেই পাঁচ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল।

ফলে বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, তামিম ইকবালদের নিয়ে গড়া ঢাকা।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো সূচনা পায়নি খুলনা।

দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ওপেনার তানজিদ হাসান ২ রান করে ফিরলেও বিপর্যয় বেশ ভালোভাবে সামাল দেন আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার।

রনি তালুকদারকে নিয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন মিরপুরের মাঠে।

২৩ বলে ৪৫ করেন ফ্লেচার, রনি তুলে নেন ফিফটি। এই দুজনের ৭২ রানের জুটিতেই মূলত জয়ের ভিত্তি পায় খুলনা।

তবে দলীয় ৮০ রানে ফ্লেচার বিদায় নেন। তার বিদায়ের পরপরই ব্যক্তিগত ৬ রানে ফেরেন অধিনায়ক মুশফিকও।

এরপর ৪২ বলে ৬১ করে রনি আউট হলে ম্যাচ ঝুঁকে পড়ে ঢাকার দিকে।

এদিন ইয়াসির আলি রাব্বিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

শেষের দিকে মনে হচ্ছিল, শেষ হাসি হাসবে ঢাকা।

তবে থিসারা পেরেরার ১৮ বলে ৩৬ আর মাহেদি হাসানের ৫ বলে ১২ রানে এক ওভার আগেই জয় নিশ্চিত হয় খুলনার।

এর আগে তামিম ইকবালের ফিফটি আর মাহমুদউল্লাহ্‌ রিয়াদের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় মিনিস্টার গ্রুপ ঢাকা।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স।

মোহাম্মদ শেহজাদকে সঙ্গে করে এদিন শুরু থেকেই রান তোলেন তামিম।

২৭ বলে ৪২ করে শেহজাদ ফেরেন রান আউট হয়ে।

তবে তামিম একপ্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টিতে ৪১তম ফিফটি তুলে নেন। ৪২ বলে ৫০ করে থামেন তামিম।

এরপর অদ্ভুত রান আউটের শিকার হন আন্দ্রে রাসেল। তবে ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ্‌।

খুলনার হয়ে কামরুল রাব্বি শিকার করেন তিনটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার ঢাকা: ১৮৩/৬ (২০ ওভার)
তামিম ৫০, শাহজাদ ৪২, রিয়াদ ৩৯
রাব্বি ৪৫/৩, পেরেরা ২৭/১

খুলনা টাইগার্স: ১৮৬/৫ (১৯ ওভার)
রনি ৬১, ফ্লেচার ৪৫, পেরেরা 6২*
এবাদত ২৭/২, রাসেল ৪২/২

ফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর