রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২১ জানুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ
গোলের খেলা ফুটবল। মাঠের কৌশল, পাস, ট্যাকল যতই ছন্দময় হোক, গোল না হলে গোটা ম্যাচটাই পানসে হয়ে যায়। আর গোল হলে তা হয় রোমাঞ্চে ঠাসা।
গতকাল বৃহস্পতিবার রাতে এস্তাদিও সান মামেসে রোমাঞ্চে ঠাসা তেমনই এক ম্যাচ দেখলেন ফুটবলপ্রেমীরা।
৫ গোলের থ্রিলারে শেষ হাসি ফুটবল অ্যাথলেটিক বিলবাও।
১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নিলো বার্সেলোনা।
ম্যাচজুড়েই ছিল আক্রমণ-প্রতিআক্রমণের লড়াই। হেরে গেলেও বলদখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা।
তবে বিলবাওয়ের দেয়াল চিড়ে আক্রমণে সুবিধা করতে পারেননি জাভির শিষ্যরা।
ম্যাচে স্থানীয় দর্শকরা তখনো গ্যালারিতে বসতেই পারেননি। তখনই বিলবাওকে গোলের আনন্দে ভাসান ইকার মুনিয়াইন।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ডান পাশ থেকে জর্দি আলবাকে পরাস্ত করে বক্সে পাস বাড়ান নিকো উইলিয়ামস। বক্সের ডানে বল পেয়ে দুর্দান্ত এক কোণাকুণি শটে গোল করেন ইকার মুনিয়াইন।
গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের মুখে।
ম্যাচের ২০তম মিনিটে গোল করে বার্সাকে খেলায় ফেরান চলতি দলবদল মৌসুমে ৫৩৫ কোটি টাকা খরচে কেনা ফেররান তরেস। এটি বার্সার জার্সি গায়ে প্রথম গোল।
গোল সমতায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ঠান্ডা যায়। কিন্তু নাটক জমে ৮০ মিনিটের পর।
আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা লেভানডফস্কি
ইকার মুনিয়াইনের ফ্রি কিক টের স্টেগানের হাতে লেগে ছিটকে যাওয়ায় সেটিকে জালে ঢোকান ইনিগো মার্টিনেজ। ২-১ এ এগিয়ে যায় বিলবাও।
এরপর যোগ করা সময়ে আবারও ম্যাচে সমতা ফিরে বার্সা। বক্সের ডান পাশ থেকে দানি আলভেস ওভারহেড কিকে বক্সের মাঝখানে বল ফেললে সেখান থেকে পেদ্রি গনজালেসের আগুনে এক শটে গোল পেয়ে যায় কাতালানরা।
ম্যাচটা তাতে গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একেবারে শেষভাগে পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে বসেন জর্দি আলবা।
তাতেই ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে মুনিয়াইন করে বসেন গোল।
এতে ৩-২ এ এগিয়ে যায় বিলবাও। সুপারকোপায় রিয়ালের বিপক্ষে নির্ধারিত সময়েও দুই বার পিছিয়ে পড়েও সমতা ফেরায় বার্সা অতিরিক্ত সময়ের গোলের জবাবটা আর দিতে পারেনি।
৩-২ ব্যবধানে জয় নিয়ে ফেরে বিলবাও।
লা লিগার রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিদায় দেখলেন ফুটবলপ্রেমীরা।
ম্যাচ হাইলাইটস দেখুন-
https://www.youtube.com/watch?v=ujjLow1MheQ