শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নৌকা হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক: শামীম ওসমান



প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ৫:৩৪ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ভোট দেবেন কি না তা নিয়ে ছিলো নানান জল্পনা-কল্পনা।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে বিকেল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

ভোট দিতে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিপত্তিতে পড়েন শামীম ওসমান।

তিনবারের চেষ্টায়ও আঙুলের চাপ না মেলায় শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে তাকে ভোট দিতে হয়।

ভোট দিয়ে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘আইভী জানে-না চাইলেও আমি তাকে ভোট দেবো। তবে আইভী আমার কাছে ভোট চায়নি; ফোনও দেয়নি।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটিতে শান্তিপূর্ণভাবে ভোট শেষ, ফলের অপেক্ষা

আপনি নৌকার পক্ষে নাকি আইভীর পক্ষে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘আমি সারাজীবন প্রতীকের পক্ষে।’

অপর এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আমরা জিতবো। আমি শুধু নৌকা চিনি। নৌকা হারবে না। হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক।’

শামীম ওসমান বলেন, ‘জয়-পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।’

১৬ মিনিটের বক্তব্যে শামীম ওসমান একবারও নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নাম মুখে নেননি।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য কী পরামর্শ থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর কিছু না শুধু দোয়া করি। আর আল্লাহ যেন তাকে হেদায়েত করেন।’

আরও পড়ুন:

শতভাগ নিশ্চিত, নৌকার জয় হবেই হবে: আইভী

বিজয়ের ভি’তে নয়, সংগ্রামেই ভরসা রাখলেন তৈমুর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর