শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণ ঝুঁকিপূর্ণ : তৈমূর


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৫ জানুয়ারি, ২০২২ ৩:১৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করেন না বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করেন বলে অভিযোগ করেছেন।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার নিজ বাসভবনের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরা চালু রাখার দাবি জানিয়ে তৈমূর আলম বলেন, ‘আমি গ্রেপ্তার বন্ধ চাই। যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তি এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই।’

আরও পড়ুন: আলোচিত নারায়ণগঞ্জে উৎসব-উৎকণ্ঠায় কাল ভোট

মরে গেলেও ভোটের মাঠ ছাড়বেন না জানিয়ে স্বতন্ত্র এ মেয়রপ্রার্থী বলেন, ‘শেষ পর্যন্ত নেতা-কর্মীরা মাঠে থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। মাঠে থাকবো, পালিয়ে যাইনি।’

ভোটারদের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর