শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করলেন চোর, অতঃপর…


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ জানুয়ারি, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চোরেরাও মানুষ, তাদেরও খিদে লাগে। তাই চুরি করতে গিয়ে গৃহস্থ্যের বাড়িতে চোরের এটা-সেটা খাওয়ার ঘটনা বিরল নয়।

কিন্তু কোনো ক্ষুধার্থ চোর যদি চুরি করতে গিয়ে রীতিমতো রেঁধে-বেড়ে খেতে বসেন তাহলে সেটা অবাক করার মতো বিষয় বৈকি।

এমন একটি ঘটনা ঘটেছে ভারতের আসামে।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আসাম পুলিশ টুইটারে এই ঘটনা শেয়ার করেছে।

আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)

টুইটার পোস্টে আসাম পুলিশ মজার ছলে লিখেছে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো দিক থাকার পরও চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করা ভালো থাকার জন্য ক্ষতিকর হতে পারে। এক চোরকে এ রকম সময়ই গ্রেপ্তার করা হয়েছে এবং গোয়াহাটি পুলিশ তাকে গরম গরম খাবার পরিবেশন করেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই চোর গুয়াহাটি হেংরাবাড়ি এলাকার একটি বাড়িতে চুরি করতে ঢোকে। বাড়ির সদস্যরা সে সময় বাড়িতে ছিলেন না। বাড়িতে কেউ না থাকার পরও রান্নাঘর থেকে বাসনকোসনের শব্দ হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা এসে চোরকে খিচুড়ি রান্নার সময় হাতেনাতে ধরে পুলিশে দেন।

এদিকে, আসাম পুলিশের ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। ওই পোস্ট নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: মাত্র ৬০ টাকায় কোটিপতি ভ্যানচালক ফজলে মিয়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর