নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১১ জানুয়ারি ২০২২, ৩:৪৯ অপরাহ্ণ
করোনার বিস্তার রোধে বিধিনিষেধ দেওয়া হলেও বাণিজ্য মেলা বন্ধ হচ্ছে না।
স্বাস্থ্যবিধি মেনে এই মেলা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান বলেন, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে অসুবিধা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যেও মার্কেট খোলা থাকছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
আরও পড়ুন: বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে কয়েদিদের তৈরি পণ্য
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ আরোপ করছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ জানুয়ারি থেকে ঢাকাসহ সারাদেশে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারির পরই মেলার কার্যক্রম চলবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়।
এর একদিন পরই মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যেও মেলা চললে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অবশ্যই আরও বেশি ব্যবস্থা নেবো। স্বাস্থ্যবিধির বিষয়ে মেলায় কঠোরতা বাড়বে। নিজেদের মতো করে বিধিনিষেধগুলো তৈরি করবো।
আরও পড়ুন: পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন যেভাবে