নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২২ ৬:২৫ : অপরাহ্ণ
করোনা আত্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি চলবে বলে জানিয়েছেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
আজ মঙ্গলবার আদালত চকালে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত শুনানিকালে জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে চেম্বার আদালত ভার্চুয়ালি চলবে।
গতকাল সোমবার করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: করোনা রোধে ১১ দফা বিধিনিষেধ জারি, বাস-ট্রেনে অর্ধেক যাত্রী, সমাবেশ নিষিদ্ধ