বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে কয়েদিদের তৈরি পণ্য



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২২ ১০:১৫ : পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে কারাগারের কয়েদিদের তৈরি বিভিন্ন পণ্য।

সেখানে পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, আসবাবপত্রের পাশাপাশি মিলছে পোশাক ও জুতা।

সাশ্রয়ী দামে ভাল মানের এসব পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা।

কয়েদিরা কারাদণ্ডের অংশ হিসেবেই কারাগারে বসে তৈরি করেন নানা ধরনের গৃহস্থালি পণ্য।

এসব পণ্য কয়েকটি কারাগারের বিক্রয়কেন্দ্রে সব সময়ই পাওয়া যায়।

আরও পড়ুন: বিধিনিষেধের মধ্যেও চলবে বাণিজ্য মেলা

তবে কারাপণ্যের প্রচার ও প্রসারের জন্য বাণিজ্য মেলায় এসব পণ্যের প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে কর্তৃপক্ষ।

কাঠ ও পাটের সংমিশ্রণে তৈরি চেয়ার, বেতের চেয়ার, বাঁশের চেয়ার, মোড়া, খাবারের ঢাকনা, বিছানার চাদরসহ দুই শতাধিক পণ্য আছে স্টলটিতে।

কারা কর্তৃপক্ষ বলছে, কয়েদিরা কারাগার থেকে মুক্ত হলেও, যেন তারা কাজের মধ্যে যুক্ত থাকতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

কয়েদিদের তৈরি প্রতিটি মোড়া ৬০০ থেকে ৮৫০ টাকা, কুলা ও চালনি ১০০ থেকে ৩০০ টাকা, ফুল ও ফলের ঝুড়ি ১০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও আছে ২০০ থেকে ৫০০ টাকার উলেন গেঞ্জি ও টিশার্ট।

আরও পড়ুন: বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য

নকশিকাঁথা আড়াই হাজার থেকে ৬ হাজার, বুটিক ও বাটিকের থ্রিপিস মিলছে ৫০০ থেকে দুই হাজার টাকার মধ্যে।

হস্তশিল্পের পুঁতি দানার ব্যাগ, পার্টস ব্যাগ, নৌকা, ফুল ও ফলদানি, টিসু বক্স, শোপিসসহ নানা পণ্য রয়েছে এ প্যাভিলিয়নে।

এসব পণ্য বিক্রি করে লাভের একটা বড় অংশ পৌঁছে যায় কয়েদিদের অ্যাকাউন্টে।

দেশের ৬৮টি কারাগারে তৈরি পোশাকসহ ১৫টির বেশি শিল্পের পণ্য তৈরি হচ্ছে।

এতে করে তাদের মধ্যে অপরাধ প্রবণতাও কমে আসবে বলে মনে করে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন যেভাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর