শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

টেলরকে গার্ড অব অনার দিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ (ভিডিও)



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২২ ১০:৩১ : পূর্বাহ্ণ

প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পথে বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চে শেষ টেস্ট ম্যাচটি খেলছেন রস টেলর।

এই ম্যাচটি বর্ণিল হোক, নিশ্চয় চাইবেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

আর টেলরের শেষ টেস্টটা আবেগময় করে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররাই।

টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা টেলরকে গার্ড অব অনার দেন।

মুমিনুলদের এই আচরণ এখন বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার সাগরে ভাসছেন মুমিনুল বাহিনী।

অনেকের মতে, বিপক্ষ দলের খেলোয়াড়কে এমন সম্মান জানিয়ে ক্রিকেটের সৌন্দর্যই প্রকাশ করেছে বাংলাদেশ দল।

কেউ কেউ বলছেন, স্পিরিট অব ক্রিকেট জেতার দাবি রাখে বাংলাদেশ দল।

টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান।

একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন।

হাততালি দিয়ে টেলরকে অভিবাদন জানান টাইগাররা।

এ সময় গোটা গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে যান। তারা টাইগারদের সঙ্গে হাততালি দিয়ে গার্ড অব অনারে যুক্ত হন।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে দিয়ে হেঁটে যান টেলর। তার আগে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করেন তিনি।

সব মিলিয়ে এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আজ সোমবার জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি টেলর।

৩৯ বল খেলে বিদায় নিয়েছেন প্রথম সেশনেই। ২৮ রান আসে তার ব্যাট থেকে।

এবাদত হোসেনের বলে শরিফুল ইসলামের তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন টেলর।

ভিডিওতে দেখুন-

https://twitter.com/i/status/1480306805192462338

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর