নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ৬ জানুয়ারি ২০২২, ৯:১৬ পূর্বাহ্ণ
ছাড়, উপহার ও চমক নিয়ে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা।
স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন।
মেলায় সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবসহ আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন সবাই।
এই মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন।
মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহম্মদ খান জানান, মেলায় মাস্ক না পরে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য হলেই প্রবেশ করা যাবে মেলায়। এবারের আয়োজনে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে।
স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি স্মার্টফোন, অপ্পো, সিম্ফনির স্মার্টফোন তো পাওয়া যাবেই, এর বাইরেও লাভা, নকিয়া, লেনোভো, ডিটেল, ডিসিএল, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্সের ফোনও পাওয়া যাবে।
এছাড়াও মেলায় ফোনের আনুষঙ্গিক গ্যাজেট তুলে দিতে থাকছে এডাটা, কিকসা ডটকম, আজকের ডিল, বিজয় ডিজিটালসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
এবারের মেলায় মোবাইল টেকনোলজির উপর বেশ কয়েকটি সেমিনারও থাকবে। মেলা শুরুর আগেই সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এবার মেলায় প্রথমবারের মতো থাকছে ফাইভ-জি এক্সপেরিয়েন্স জোন।
মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজির বাংলাদেশের কারিগরি সহায়তায় এ জোনে এসে দর্শকেরা সরাসরি ফাইভ-জি অভিজ্ঞতা নিতে পারবেন।