শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা চাকরি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২২ ১১:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জনবল নিয়োগ দেওয়া হবে।

জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোনো প্রার্থির আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম: সহকারী মেকানিক
পদের সংখ্যা: ১ টি।
বেতন: ৯,৭০০-২৩, ৪৯০ টাকা (গ্রেড-১৫, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে।

পদের নাম: স্টোর সহকারী
পদের সংখ্যা: ১ টি।
বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: ওয়ার্কশপ হেলপার
পদের সংখ্যা: ৩ টি।
বেতন: ৮,৫০০-২০, ৫৭০ টাকা (গ্রেড-১৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে।

বয়সসীমা: যেসব প্রার্থীর বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

তবে যেসব বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে ৩২ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়।

বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না (বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বাধ্যতামূলকভাবে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে)।

নির্ধারিত ফি: প্রথম ২টি পদের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা এবং শেষ পদের জন্য নির্ধারিত ফি ৫০ টাকা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫ টা)।

বিস্তারিত দেখুন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে

চাকরি থেকে আরও পড়ুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর