নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২২ ৮:৩৯ : অপরাহ্ণ
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামরি হয়েছে।
ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
নেতা-কর্মীরা প্রথমে হাতাহাতি ও পরে চেয়ার, ইট ও বাঁশ ছোঁড়াছুড়িতে জড়ান।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের জায়গা দখল নিয়ে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এক পর্যায়ে মাথায় ইটের আঘাত পান লেখক ভট্টাচার্য।
সংঘর্ষের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: ছাত্রলীগ নামের মেশিনে ঢুকে মেধাবী শিক্ষার্থীরা খুনি হয়ে যাচ্ছে: নুর
দুপক্ষের সংঘর্ষের দেড় ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়। সেখানে লেখক ভট্টাচার্য মাথায় ব্যান্ডেজ নিয়ে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ।
পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্দীন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা আসেন।
একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে যান ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
হাতাহাতি মারামারিতে পরিণত নয়। ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি হয়। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১৩ জন আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।