নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ১:০৯ : অপরাহ্ণ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের দিক থেকে এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ এবং ছেলেদের ৯২.৬৯ শতাংশ।
অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার এক দশমিক ৮১ শতাংশ বেশি।
প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে যা করতে হবে
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
এবার মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।
আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৭৮ জন মেয়ে, আর ৭৯ হাজার ৭৬২ জন ছেলে পেয়েছে জিপিএ-৫।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে সুইচ টিপে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ৫৪৯৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ১৮টিতে সবাই ফেল