শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ৩:৪৮ : অপরাহ্ণ

ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের ২০২১ সালের আইসিসির বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব ছাড়াও আরও ৩ ক্রিকেটার আছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার লড়াইয়ে।

এরা হলেন-বাবর আজম, জানেমান মালান এবং পল স্টার্লিং।

আজ বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতি বছরই ক্রিকেটারদের পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটের তিন সংস্করণেই দেওয়া হয় এ পুরষ্কার।

শেষ হতে চলা ২০২১ সালে সব মিলিয়ে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান।

যেখানে ৩৯ দশমিক ৫৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৭৭ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট।

এমন অলরাউন্ড পারফরম্যান্সই সাকিবকে নিয়ে গেছে সেরার তালিকায়।

আরও পড়ুন: তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট থেকে বিরতির কথা ভাবছেন সাকিব

আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

বাকিদের তিনজননের মধ্যে পাকিস্তানের বাবর আজম ২০২১ সালে ওয়ানডে খেলেছে মাত্র ৬টি।

তাতে ৫৭ দশমিক ৫০ গড়ে রান করেছেন ৪০৫। এর মাঝে তার ব্যাট থেকে এসেছে দুটি শতকের ইনিংস।

রান করার দিক দিয়ে সাকিব-বাবরের দিক থেকে এগিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জানেমান মালান।

৮ ম্যাচে ৮৪ দশমিক ৮৩ গড়ে তিনি করেছেন ৫০৯ রান। যেখানে সেঞ্চুরি রয়েছে দু’টি।

সেরাদের তালিকায় চমকপ্রদ যে নামটি সেটি হলো আয়ারল্যান্ডের তারকা ক্রিকেতার পল স্টার্লিং।

১৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরিতে ৭৯ দশমিক ৬৬ গড়ে তিনি করেছেন ৭০৫ রান।

২০২২ সালের ১৭ ও ১৮ জানুয়ারি আইসিসি বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত ফলাফল ও তিন ফরম্যাটে বর্ষসেরা দল ঘোষণা করবে।

এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

ওয়ানডে ছাড়াও বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।

টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন।

এছাড়া টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর