সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

ভারতের কাছে হার, ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের যুবাদের


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ৬:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুব এশিয়া কাপে এর আগে একাধিকবার ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

সংযুক্ত আরব আমিরাতে আরও একবার সেই স্বপ্নভঙ্গের মঞ্চায়ন।

আজ বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের যুবাদের ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতের যুবারা।

এ হারে এশিয়া কাপের ফাইনালে পা রাখলো ভারত।

অন্যদিকে, এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রানের সংগ্রহ গড়ে ভারত অনুর্ধ্ব-১৯ দল।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

বল হাতে দারুণ শুরু করা টাইগার যুবারা শেষে রাশ টেনে ধরতে ব্যর্থ হয়।

একটা সময় ভারতীয় যুবাদের অল্পতে গুটিয়ে যাবার সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ ২৪৩ রান স্কোরবোর্ডে জমা করে ইয়াশ ধুলের দল।

দলের পক্ষে ব্যাট হাতে অপরাজিত ৯০ রান করেন শাইক রাশেদ। ১০৮ বলের তার ইনিংসে ৩টি চার ও একটি ছক্কার মার ছিল।

বাংলাদেশের গোটা ইনিংসে দাপুটে বোলিং করেছে ভারতীয় বোলাররা।

তাদের বিপক্ষে সাবলীল মনে হয়েছে কেবল ওপেনার মাহফিজুল ইসলাম ও পাঁচে নামা আরিফুল ইসলামকে।

২৩ বলে ৫ চারে ২৬ রান করেন মাহফিজুল ইসলাম। ৭৭ বলে ১ চারে ৪২ রান করেন আরিফুল ইসলাম।

এই দুজন ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কেবল প্রান্তিক নওরোজ নাবিল (১২), আশিকুর জামান (১৫) ও রাকিবুল হাসান (১৬)।

ফাইনালের পথে যাওয়ার এ ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশেল কোন ব্যাটারই ভালো করতে পারেননি।

দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। তাও এ রান এসেছে ৭২ বল থেকে।

তার এই সাবধানি ইনিংসে কোন ছক্কা মার ছিল না, চারের মার ছিল মাত্র একটি।

আরিফুল ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার মোহাম্মদ মাহফিজুল ইসলাম।

এছাড়া দলের পক্ষে আর কোন ব্যাটার ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি।

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে না পেরে একে একে সাজঘরে ফিরেন টাইগার ব্যাটাররা।

৩৮.২ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় টাইগার যুবারা।

ভারতীয় যুবাদের পক্ষে ২ টি করে উইকেট পান রাজবর্ধন, রবি কুমার, বাওয়া ও ভিকি অস্তোয়াল।

এদিকে অন্য সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ২৪৩/৮ (৫০), রাঘুভানশি ১৬, পান্নু ১৫, রাশিদ ৯০*, সিন্ধু ৫, ধুল ২৬, বাওয়া ২৩, তাম্বে ৩, যাদব ৮, রাজবর্ধন ১৬, ভিকি ২৮*; তানজিম ৯-০-৫১-১, নয়ন ৯-০-৩৬-১, রাকিবুল ১০-১-৪১-৩, মেহেরব ৬-০-৩৬-১, আরিফুল ৮-০-৩৭-১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৪০/১০ (৩৮.২), মাহফিজুল ২৬, তাহজিবুল ৩, নাবিল ১২, আইচ ০, আরিফুল ৪২, ফাইম ৫, মেহেরব ৭, আশিকুর ১৫, নয়ন ৬, রাকিবুল ১৬, তানজিম ০*; রাজবর্ধন ৮-০-৩৬-২, রবি ৫-১-২২-২, বাওয়া ৬-১-২৬-২, ভিকি ১০-২-২৫-২, নিশান্ত ৭.২-০-৩৫-১, তাম্বে ২-০-৫-১

ফলাফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১০৩ রানে জয়ী।

আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর