রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২১ ১২:১৭ : অপরাহ্ণ
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ড্র দিয়ে বছরের শেষ করলেও রিয়াল মাদ্রিদ করেছে দারুণ জয় দিয়ে।
এমন জয়ে এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে হয়েছে রিয়ালকে।
তবে ফরাসি তারকা করিম বেনজেমার মাইলফলক ছোঁয়ার দিনে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা।
বুধবার রাতে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল।
এ ম্যাচে জোড়া গোল দিয়ে বেনজেমা ছুঁয়েছেন ৪০০ গোলের মাইলফলক।
তবে ম্যাচে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আটজন খেলোয়াড় ছিলেন না রিয়ালের দলটিতে।
নিষেধাজ্ঞার কারণে মিডফিল্ডার ক্যাসেমিরো ছিলেন না দলে।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিজয়ের উল্লাস
৯০ মিনিটের শেষ ৮০ মিনিটের খেলা ছিল শুধু মাঠের লড়াই। গোল যা হওয়ার প্রথম ১০ মিনিটেই হয়েছে।
ম্যাচের প্রথম ১০ মিনিটেই তিন গোল। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় তখনই।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন ফরাসি স্ট্রাইকার।
বক্সের কোণায় টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে প্রথম ছোঁয়াতেই দর্শনীয় এক বাকানো শটে বিলবাও রক্ষণ তো বটেই, গোলরক্ষক আরিজেবালার ধরাছোঁয়ার বাইরে দিয়ে গিয়ে তা আছড়ে পড়ে জালে।
প্রথম গোলের মিনিট তিন যেতেই স্কোরলাইন ২-০ করেন বেনজেমা। যদিও সেখানে সৌভাগ্যের ছোঁয়া ছিল।
ইডেন হ্যাজার্ডের দুর্বল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেনজেমার কাছে।
সেখান থেকে দারুণ এক ফিনিশে বল স্বাগতিকদের জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
চলতি লিগে এটি তার ১৫তম গোল। পিছিয়ে পড়ে বিলবাও অবশ্য জবাব দিতে দেরি করেনি।
ম্যাচের দশম মিনিটে বক্সের বাইরে থেকে অইহান সানসেটের দারুণ এক গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।
শুরুর দশ মিনিটে দারুণ তিনটি গোলে সান মামেসে রোমাঞ্চের আভাস মিলছিল। তবে সে আভাস বাস্তবতায় রূপ পায়নি। কারণ বাকি ৮০ মিনিটে কেউ গোল করতে পারেনি।
তাই রিয়াল ম্যাচটা জেতে ২-১ গোলে। তাতে টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে বছর শেষ করল দলটি।
এ জয়ে লিগের ১৯ ম্যাচ শেষে ১৪ জয় ও ৪ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৪৬ পয়েন্ট।
দুই নম্বরে থাকা সেভিয়ার ঝুলিতে রয়েছে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট।
রিয়ালের সমান ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে বিলবাও।
আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান